‘আমাদের বাড়িতে দীপাবলি-দুর্গাপূজা-ঈদ-ক্রিসমাস পালিত হয়’

‘আমাদের বাড়িতে দীপাবলি-দুর্গাপূজা-ঈদ-ক্রিসমাস পালিত হয়’

অনলাইন ডেস্ক

২০২১ সালে ২৬ আগস্ট দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন টালিগঞ্জের অভিনেত্রী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহান। নুসরাতের এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত সেটি সরাসরি না বললেও আকার ইঙ্গিতে উঠে এসেছে। এবার ছেলে ঈশানের ধর্ম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

নায়িকা বলেন, ‘একজন ভালো মানুষের মতো বেড়ে উঠবে ঈশান।

আমি মুসলিম, যশ হিন্দু। আমাদের সন্তান দুই ধর্ম থেকেই ভালো বিষয়টি শিক্ষা নেবে। ’

খবর ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, নুসরাত বলেন, ‘অভিভাবক হিসেবে আমরা দু’জনেই খুবই উদারমনস্ক। আমাদের বাড়িতে দীপাবলি, দুর্গাপূজা, ঈদ, ক্রিসমাস পালন করা হয়।

আমার মনে হয় ঈশানের সামনে আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ভারতের উদাহরণ তুলে ধরতে পারব। ঈশান ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে বড় হবে, এটাই আমার বিশ্বাস। ’

এর আগে তুমুল বিতর্কের মাঝে জানা যায়, নুসরাতের পুত্র ঈশানের বাবা চিত্রনায়ক যশ দাশগুপ্ত। ধারণা ছিল, এর মধ্য দিয়ে যশ-নুসরাতের বিষয়টি ভাটা পড়বে। কিন্তু তারা দু’জন দুই ধর্মের অনুসারী। কিছুদিন ধরে কথা উড়ছে, কোন ধর্ম মতে বিয়ে করেছেন তারা! এবার নতুন এই সাক্ষাৎকারে ছেলের ধর্মের বিষয়টি স্পষ্ট করলেন নুসরাত।

news24bd.tv তৌহিদ