রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় রাস্তার গলিতে এক নবজাতক (কন্যা) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতকটির বয়স আনুমানিক একদিন।
আজ বুধবার বেলা ১২টার দিকে ওই নবজাতকের মৃতদেহ কামরাঙ্গীরচর এলাকার নলেজ ফেয়ার স্কুল গলিতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) মো. সায়েদুল ইসলাম।
সায়েদুল ইসলাম জানান, নবজাতকের বামহাত ছেড়া, সেই অংশটুকু পাওয়া যায়নি। বাম হাটু ভাঙ্গা ছিল। ধারণা করা হচ্ছে কোন কুকুর কোথাও থেকে টেনে এনে উক্ত স্থানে ফেলে রেখেছিল। তার কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
news24bd.tv/ কামরুল