পূর্ব ইউরোপে সেনা মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

পূর্ব ইউরোপে সেনা মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

ইউক্রেন ইস্যুতে চলমান সংকটের মধ্যেই পূর্ব ইউরোপে তিন হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। শিগগিরই পোল্যান্ড, রোমানিয়া ও জার্মানিতে সেনা পাঠানো হবে বলে বুধবার জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর রয়টার্সের।  

এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, জার্মানিতে বর্তমানে অবস্থানরত এক হাজার মার্কিন সেনাকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে।

আর যুক্তরাষ্ট্র থেকে দুই হাজার সেনাকে জার্মানি ও পোল্যান্ডে মোতায়েন করা হবে।

বুধবার একটি বেসরকারি মার্কিন স্যাটেলাইট কোম্পানি প্রকাশ করেছে নতুন একটি স্যাটেলাইট চিত্র। যেখানে দেখা গেছে, বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ায় আরও কর্মী এবং সেনা মোতায়েন করে সামগ্রিক প্রস্তুতিকে শক্তিশালী করেছে পুতিন প্রশাসন।

আরও পড়ুন: শাহিদের সঙ্গে রাত কাটানো যেন দুঃস্বপ্ন: কঙ্গনা


এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলিবা বুধবার জানিয়েছেন, দ্বন্দ্ব নিরসনে প্রথম পদক্ষেপ নিতে হবে রাশিয়াকেই।

চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলবেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

news24bd.tv রিমু