মেসিকে অনুপ্রাণিত করতে রাশিয়ায় স্ত্রী রোকুজ্জো

মেসিকে অনুপ্রাণিত করতে রাশিয়ায় স্ত্রী রোকুজ্জো

ক্রীড়া ডেস্ক

জমে উঠেছে বিশ্বকাপ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স ও উরুগুয়ে। ব্রাজিল-জার্মানিও রয়েছে কক্ষপথে। তবে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা অনেকটাই ব্যাকফুটে।

 

শেষ ষোলয় পা রাখতে আজ রাতে ‘ডু অর ডাই’ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। আর সে উদ্দেশ্যেই গ্যালারিতে থেকে মেসিকে সাহস যোগাতে রাশিয়া পৌঁছেছেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।

বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি মেসি।

বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা একটিও গোলের দেখা পাননি। প্রথম ম্যাচে নবাগত আইস্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। পরের ম্যাচে ক্রোয়োশিয়ার কাছে ৩-০ গোলের লজ্জাজনক হার! এমন ব্যর্থতার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন মেসিরা। ছড়াচ্ছে নানা গুজবও।  

news24bd.tv

সবকিছু মিলিয়ে এমন মুহূর্তে স্বামীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রোকুজ্জো। তাকে অনুপ্রাণিত করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন মেসির ৩ পুত্রের জননী।  

২৪ জুন মেসির জন্মদিনে স্পেনেই অবস্থান করেছেন রোকুজ্জো। তবে কাল স্পেনের এজেইজা বিমানবন্দর থেকে মধ্যরাতে ৩ ছেলে থিয়াগো, মাতেও এবং চিরোকে নিয়ে মস্কোর বিমান ধরেন তিনি।

সূত্র: ডেইলি মিরর

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর