সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা

সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়তে চলেছে সুন্দরবনে। এমনই তথ্য দিয়েছে ভারতের বন অধিদপ্তর। সম্প্রতি সুন্দরবনে বাঘশুমারি অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বাঘ গণনা করে।

এখান থেকেই উঠে আসছে এমন তথ্য। বাঘের সংখ্যা বৃদ্ধি নিয়ে আশাবাদী ভারতের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ।

সুন্দরবনের ভারতীয় অংশে বাঘের সংখ্যা ১০৩ থেকে বেড়ে ১১০ হয়েছে। বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ২শর কাছাকাছি।

এই বছরই প্রথম বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে বাঘ গণনা করেছে।

বাংলাদেশ-ভারতের চর্তুদিকে সীমানা রয়েছে। তবে মজার ব্যাপার হলো- সুন্দরবনের বিশাল বনভূমির মাঝে কোনো কাঁটা তার নেই। তাই ভারত এবং বাংলাদেশে বাঘের সংখ্যা ঠিক কত, তা নিয়ে একটা দ্বিধা থেকেই যাচ্ছিল বেনে মনে করে পশ্চিমবঙ্গের বন দপ্তর। সে জন্যই চলতি বছর এক সঙ্গে বাঘ গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সূত্র: কলকাতা২৪x৭

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর