সরকারকে  ভয় দেখিয়ে লাভ হবে না : পরিকল্পনা মন্ত্রী

সরকারকে  ভয় দেখিয়ে লাভ হবে না : পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি:

ভোটের মাঠে না গিয়ে ভোট হতে দিব না এমন ভয় সরকারকে দেখিয়ে লাভ হবেনা বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, যারা ভয় দেখিয়ে অপরাজনীতি করতে চায়,তাদেরকে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার ০৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এইসব কথা বলেন।

তিনি বলেন,সরকার অর্থনেতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা সরকার জনগণের সরকার। গ্রামের ৮০ ভাগ মানুষ বাস করে। গ্রামের মানুষ বিদ্যুৎ চায় শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছেন। গ্রামের মানুষ পরিস্কার পানি খেতে চায় তিনি পরিস্কার পানির ব্যবস্থা করে দিয়েছেন।
গ্রামের মানুষ সাকু চায়না,কালর্ভাট চায়। হাজার হাজার কালর্ভাট বানিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় হাজার হাজর স্কুল, মসজিদ,মন্দির তৈরি করা হচ্ছে। মনে রাখবেন আমরা ধর্মও করব কর্মও করব। দুটিই আমরা করে যাবো। তাই আমাদের সকলের উচিত শেখ হাসিনার পাশে দাঁড়ানো। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের গুড লিডার।  

তিনি আরো বলেন,হাওর মানুষদের শেখ হাসিনা খুব ভালবাসেন। কি করলে হাওরের মানুষের জীবন মানের উন্নয়ন হবে সেই চিন্তা করেন। শুধু তাই নয় হাওরে উড়াল সড়কের কাজ দ্রুত উদ্বোধন করবেন শেখ হাসিনা।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-৫আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, প্রমুখ।
news24bd.tv/আলী