সদ্যনিয়োগ পাওয়া বিচারপতির মৃত্যু, নেওয়া হল না শপথ

এফ আর এম নাজমুল আহাসান

সদ্যনিয়োগ পাওয়া বিচারপতির মৃত্যু, নেওয়া হল না শপথ

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্যনিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আর শপথ নেওয়া হল না তার।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মাদ সাইফুর রহমান বিচারপতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত জানুয়ারিতেই আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান নাজমুল আহাসান। আগামী ৯ জানুয়ারি তার শপথ নেওয়ার কথা ছিল। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় শপথ নিতে পারেননি তিনি।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।

পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

নাজমুল আহাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন


মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

news24bd.tv এসএম