চলতি মাসেই পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় দল। ২৩ বছর পর পাকিস্তান সফরে গিয়ে অজিরা খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। আর এই সিরিজ খেলতে তর সইছে না অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের।
নিরাপত্তা নিয়ে অস্থিতিশীলতার কারণে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল দীর্ঘদিন।
এবার অজি অধিনায়কের কথায় স্পষ্ট, পাকিস্তানে খেলতে যেতে ক্রিকেটারদের আর আগের ভীতি নেই।
ফিঞ্চ বলেন, পাকিস্তানে খেলতে যেতে আমার তর সইছে না।
দুই দলের লড়াই মাঠে গড়াবে টেস্ট সিরিজ দিয়ে। অজিরা স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে খেলবে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১২ মার্চ দ্বিতীয় টেস্ট শুরু হবে করাচিতে। ২১ মার্চ শেষ টেস্ট লাহোরে মাঠে গড়াবে।
২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টিও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
news24bd.tv/আলী