ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ৯২ বছর বয়সী এই সুর সম্রাজ্ঞীকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। আপাতত আইসিইউতেই ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন এই শিল্পী।
বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লতার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়।
আরও পড়ুন:
চট্টগ্রামে র্যাবের অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
গায়িকার মুখপাত্র ও পরিবারের তরফে অনুরোধ করা হয় কোনও ভুয়ো খবর যেন ছড়ানো না হয়। কোনও পরিবারের ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করার অনুরোধও জানানো হয় ওই বিবৃতিতে। গায়িকার জনসংযোগ দলের তরফে একটি বিবৃতিতে লেখা হয়, ‘অনুরোধ, হাওয়ায় ভেসে আসা ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউ-তে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন। ’ সূত্র : আনন্দবাজার
news24bd.tv রিমু