যত টাকায় বিক্রি হল ব্রহ্মপুত্রে ধরা পড়া ৩০ কেজির বাগাড়

৩০ কেজির বাগাড়

যত টাকায় বিক্রি হল ব্রহ্মপুত্রে ধরা পড়া ৩০ কেজির বাগাড়

অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের উলিপুরের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৩০ কেজি ৫০০ গ্রাম। বিশাল এই বাগাড় অনলাইন শপের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এক হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকার ব্রহ্মপুত্র নদে জেলে আছর আলীর জালে ওই মাছটি ধরা পড়ে। পরে বাগাড়টি ‘প্রান্তিক’ নামে একটি অনলাইন অরগানিক শপের মাধ্যমে বিক্রি করা হয়।

প্রান্তিকের সদস্য মারুফ জানান, বাগাড় একটি গভীর পানির মাছ। ব্রহ্মপুত্র নদে প্রায়ই বিশালাকার বাগাড় ধরা পড়ে।

বাগাড় মাছটি ওজনে ৩০ কেজি ৫০০ গ্রাম। মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আরও পড়ুন


বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি ৩৫ লাখেরও বেশি ছাড়াল

news24bd.tv এসএম