ডিজিটাল প্ল্যাটফর্মে কেনাকাটায় প্রতারণা বন্ধে সরকারের উদ্যোগ

প্রতীকী ছবি

ডিজিটাল প্ল্যাটফর্মে কেনাকাটায় প্রতারণা বন্ধে সরকারের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট

ডিজিটাল প্ল্যাটফর্মে কেনাকাটার নামে প্রতারণা বন্ধ করতে এবার উদ্যোগ নিল সরকার। দেশের সকল ই-কমার্স ব্যবসায়ীদের একটি নির্দিষ্ট প্লাটফর্মে এনে তাদের সঠিক কাগজপত্র যাচাই শেষে দেয়া হচ্ছে রেজিস্ট্রেশন।  

সংশ্লিষ্টরা বলছেন এর ফলে গ্রাহকের সুরক্ষার পাশাপাশি উদ্যোক্তাদের জবাবদিহিতা নিশ্চিত হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে প্রাথমিকভাবে ১১টি কোম্পানিকে রেজিস্ট্রেশন দেয়া হয়।

আরও পড়ুন:

কমানো হচ্ছে হোন্ডা মোটর ও নিশান মোটর গাড়ি উৎপাদন 

এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই উদ্যোগ এর মধ্য দিয়ে অনলাইন কেনাকাটার প্রতি গ্রাহকদের বিশ্বাস ফিরে আসবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা বড় ব্যবসায়ীরা অনেক আগে থেকে পেলেও বঞ্চিত ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই উদ্যোগ এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তা এখন সুবিধা পাবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

news24bd.tv/এমি-জান্নাত