গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যু ঘটনায় কারও ইন্ধন আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আজ রোববার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
আরও পড়ুন:
ডিজিটাল প্ল্যাটফর্মে কেনাকাটায় প্রতারণা বন্ধে সরকারের উদ্যোগ
কমানো হচ্ছে হোন্ডা মোটর ও নিশান মোটর গাড়ি উৎপাদন
মন্ত্রী বলেন, জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে প্রতিবেদন পেশ করার জন্য।
news24bd.tv/এমি-জান্নাত