সাফারি পার্কে প্রাণী মৃত্যু নিয়ে যা বললেন বন ও জলবায়ু মন্ত্রী
সাফারি পার্কে প্রাণী মৃত্যু নিয়ে যা বললেন বন ও জলবায়ু মন্ত্রী

সংগৃহীত ছবি

সাফারি পার্কে প্রাণী মৃত্যু নিয়ে যা বললেন বন ও জলবায়ু মন্ত্রী

অনলাইন ডেস্ক

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যু ঘটনায় কারও ইন্ধন আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আজ রোববার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন:

ডিজিটাল প্ল্যাটফর্মে কেনাকাটায় প্রতারণা বন্ধে সরকারের উদ্যোগ

কমানো হচ্ছে হোন্ডা মোটর ও নিশান মোটর গাড়ি উৎপাদন 

মন্ত্রী বলেন, জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে প্রতিবেদন পেশ করার জন্য।

কেউ জড়িত আছে কিনা, তদন্ত প্রতিবেদনে এমন প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই ঘটনার পেছনে কারও ইন্ধন থাকলে তাদেরও খুঁজে বের করা হবে।

news24bd.tv/এমি-জান্নাত