সাভারে গরু চোর সন্দেহে দুই নারীকে পিটিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
দুপুরে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস।
তবে প্রধান আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, গতকাল দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় হাবিবুল্লাহ নামে এক ব্যক্তির গরু চুরি করার চেষ্টা করছিল দুই নারী ও দুই পুরুষ।
পরে স্থানীয়রা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই পুরুষ পালিয়ে যায়।
পরে দুপুরে হাবিবুল্লাহ নামে ওই ব্যক্তি দুই নারীর নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় গরু চুরির চেষ্টার মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনায় দুই নারীর চুল কেটে দেওয়ার অভিযোগে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস দত্তপাড়া এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুস বলেন, আটক দুই নারীকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে ও চুল কেটে দেওয়ার মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
news24bd.tv তৌহিদ