যশোর জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসায় ৭০ লক্ষ টাকা মূল্যের ২টি ভেন্টিলেটর সিস্টেম দিলো জাহেদী ফাউন্ডেশন। রোববার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামানের কাছে ভেন্টিলেটর হস্তান্তর করেন তুরস্কের রাষ্ট্রদূত এইচ.ই. মুস্তাফা ওসমান তুরান।
এ সময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জাহেদী ফাউন্ডেশনের পরিচালক লতিফ শাহরিয়ার জাহিদী, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে ৮টি ভেন্টিলেটর থাকলেও ৬টিতে ভালো কাজ হচ্ছিলো না।
জাহেদী ফাউন্ডেশনের পরিচালক লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জ্বল জানান, ভেন্টিলেটর দুটি উন্নতমানের এবং এটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হিসেবেও ব্যবহার করা যাবে। আগামী সপ্তাহেই ভেন্টিলেশন সিস্টেম দুটি স্থাপন করা হবে হাসপাতালে।
news24bd.tv/ কামরুল