কলাবাগান তেতুলতলা মাঠে খেলতে চাওয়ায় শিশুদের কান ধরে উঠবস, কলাবাগান থানার এসআই নয়ন সাহা ও তিন কনস্টেবল প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন।
এর আগে রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠে খেলতে যাওয়ায় শিশুদের কান ধরে ওঠবসের একটি ভিডিও ভাইরাল হয়। পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ আসার সত্যতা পাওয়ায় ব্যবস্থা নেওয়ার কথাও জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান।
news24bd.tv তৌহিদ