গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে মফিজল হক (৬৯) নামে বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজল ওই এলাকার মৃত বাহাদুল্লা ব্যাপারীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের সঙ্গে মফিজলদের বিরোধ চলছিলো।
সুন্দরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।