অনলাইনে ব্যবসা করতে এখন থেকে নিতে হবে নিবন্ধন। এজন্য আজ রোববার সকালে সচিবালয়ে একটি বিশেষায়িত অ্যাপের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে, যাচাইবাছাই শেষে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে নিবন্ধন দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
উদ্যোক্তারা বলছেন, এর ফলে গ্রাহকের সুরক্ষার পাশাপাশি উদ্যোক্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত হবে।
ডিজিটাল প্লাটফর্ম থেকে গ্রাহক ও উদ্যোক্তারা যেন প্রতারণার শিকার না হয় সে লক্ষ্যে চালু করা হলো ইউনিক বিজনেস রেজিস্ট্রেশন-ইউবিআইডি।
রোববার, বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে প্রাথমিকভাবে ১১টি কোম্পানিকে রেজিস্ট্রেশন দেওয়া হয়।
বৈঠকে সরকারের পক্ষ থেকে বলা হয়, এই উদ্যোগের মধ্য দিয়ে অনলাইন কেনাকাটার প্রতি গ্রাহকদের বিশ্বাস ফিরে আসবে। আর ব্যবসায়ীরা মনে করেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা বড় ব্যবসায়ীরা অনেক আগে থেকে পেলেও বঞ্চিত ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই উদ্যোগের ফলে উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তাও এখন সুবিধা পাবেন।
বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, কিছু কোম্পানি প্রতারণা করলেও অনেক ভালো উদ্যোক্তা আছে। তাদের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই বাণিজ্য মন্ত্রণালয় এই প্লাটফর্ম তৈরি করেছে।
সরকারের নেওয়া এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্যোক্তারা।
গ্রাহকদের ভালো মানের পণ্য দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে এখন সবাই উদ্যোগী হবে বলেও মনে করেন উদ্যোক্তারা।
news24bd.tv তৌহিদ