ফেনীর ফুলগাজীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল নাদিম (২০) ও আদনান হোসেন অন্তর (১৯) নামের দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশিকুর রহমান (১৯) ও আরমান সজীব (১৯) নামের আরও দুইজন।
আজ বিকেলে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে ফেনী-পরশুরাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ফয়সাল নাদিম, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী গ্রামের ফেয়ার আহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুকে নিয়ে সদর উপজেলার ধর্মপুর থেকে ফুলগাজীতে ঘুরতে যাচ্ছিলেন নাদিম। তারা আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করে। পরে আহতদের মাঝে অন্তরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ফুলগাজী থানার ওসি মঈন উদ্দিন জানান, এ ঘটনায় দুইজন মারা গেছেন। আর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।