বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে পরাজিত প্রার্থী নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেছে আপিল বোর্ড। গত শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক রুদ্ধতার বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
এদিকে আপিল বিভাগের এই সিদ্ধান্তকে কোনোভাবেই মানছেন না জায়েদ খান। তিনি বলেন, ‘আমি এখনো সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক।
রোববার সন্ধ্যায় একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
আজ রাজধানীর বিএফডিসিতে বিজয়ী সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপুণসহ তাঁর প্যানেলের বিজয়ীরা। মিশা-জায়েদ প্যানেলের একজনই উপস্থিত ছিলেন সেখানে, তিনি মিশা সওদাগর। বিকেল সাড়ে ৫টায় বিদায়ি সভাপতি মিশা সওদাগর শপথ পাঠ করান নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে।
আরও পড়ুন:
ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ালেন মিশা
দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেল শিল্পী সমিতি
পরে সভাপতি শপথ পাঠ করান সাধারণ সম্পাদকসহ অন্যদের।
জায়েদ আরও বলেন, গত দুই দিন এফডিসিতে শত শত বাইরের মানুষ আনা হয়েছে। পেশিশক্তি দেখিয়ে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করলেই কি সেটাই কার্যকর হয়ে যাবে? এফডিসিতে সৃজনশীল কাজ হয়। সিনেমা, শিল্পের কাজ হয়, এখানে এত বহিরাগত ছেলে, ওরা কারা?'
news24bd.tv তৌহিদ