পাওনা টাকা নিয়ে বিরোধে বড় ভাইকে গলাটিপে হত্যা
পাওনা টাকা নিয়ে বিরোধে বড় ভাইকে গলাটিপে হত্যা

প্রতীকী ছবি

পাওনা টাকা নিয়ে বিরোধে বড় ভাইকে গলাটিপে হত্যা

অনলাইন ডেস্ক

ঢাকার নবাবগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর কবিরাজ (৪০) নামের এক ব্যক্তি তার বড় ভাইকে গলা টিপে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রফিক উদ্দিন কবিরাজ (৫৫)। রফিক ও জাহাঙ্গীর তারা দুইজনই স্থানীয় মৃত শুকুর কবিরাজের ছেলে।

নিহতের স্ত্রী আসমা বেগম বলেন, আমার ননদ কহিনুর ও দেবর জাহাঙ্গীরের মধ্যে পাওনা টাকা নিয়ে ঝামেলা ছিল। সেই পাওনা টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। রোববার দুপুরে আমার স্বামী ধানের বস্তা আনতে কহিনুরের ঘরে গেলে জাহাঙ্গীর তার গলা টিপে ধরে। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক তানভীর শেখ জানান, হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

news24bd.tv/ নাজিম