এর আগে এমন পাখি দেখেনি বাংলাদেশ। সাতক্ষীরা সদর উপজেলায় বিরল প্রজাতির এই পাখিটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, পাখিটি দেখতে অনেকটা রাজহাঁসের মতো। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোহনপুর গ্রাম থেকে পাখিটি উদ্ধার করা হয়।
পাখিটির নাম ‘রাজহংসী’ বলে জানিয়েছেন বন্য প্রাণী কর্মকর্তারা।
তাদের দাবি, বাংলাদেশে এই প্রথমবারের মতো পাখিটি দেখা গেল।
স্থানীয়রা জানান, আজ রোববার সকালে গ্রামের নৌখালে পাখিটি উড়ে এসে পড়ে। এ সময় গ্রামের এক ছেলে পাখিটি আটক করে। বিষয়টি সেভ ওয়াইল্ড লাইফের স্বেচ্ছাসেবকদের জানানো হয়। তারা এসে পাখিটি উদ্ধার করেন।
বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুলাহ সাদিক বলেন, পাখিটির নাম ‘রাজহংসী’। এটি সাইপ্রাস থেকে আসতে পারে। তবে পাখিটি বাংলাদেশে প্রথম দেখা গেছে।
সেভ ওয়াইল্ড লাইফ টিমের সভাপতি ইমরান হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পাখিটি উদ্ধার করা হয়েছে। পরে আমরা জানতে পারি এটি বিরল প্রজাতির রাজহংসী পাখি। পাখিটি উদ্ধারের পর বিজিবি থেকে আমাদের জানানো হয়েছে পাচারকারী চক্র সীমান্ত দিয়ে এটি ভারতে পাচার করছিল। এক অভিযানে পাখিটি উদ্ধার করা হয়।
news24bd.tv তৌহিদ