চট্টগ্রামের সাতকানিয়ায় চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

জয় বড়ুয়া

ইউপি নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়ায় একটি কেন্দ্রে চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় গোলাগুলিতে আহত হয়েছেন ৫ জন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন খাগরিয়া ইউনিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

তিনি বলেন, 'এ ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। '

উল্লেখ্য, সারাদেশে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দেশের ১৩৮ ইউপিতে চলছে ভোটগ্রহণ। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

২০ জেলার ২৪টি উপজেলায় এসব ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমের মাধ্যমে ভোটগহণ চলছে।  

সপ্তম ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৭৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী এক হাজার ২৩৬ জন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন:


সপ্তম ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সপ্তম ধাপে দেশের ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ আজ


সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্রে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি মোবাইল টিম এবং একটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে।

news24bd.tv রিমু