সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া চৌধুীর হাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের চেষ্টায় একাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ ঘটনায় মতি রায় নামের একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যালট পেপার সিল নিয়ে পালিয়ে যায় ছাত্রলীগের কর্মীরা।
পরে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপর চড়াও হয় ছাত্রলীগ কর্মীরা।
আজ সোমবার (৭ই ফেব্রুয়ারি) কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম এবং ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার দুইটি ইউনিয়নের মোট ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ০৭ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুইটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮০৬৩ জন।
নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টহল পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে আসে। এ সময় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
news24bd.tv/ কামরুল