শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত

তালুকদার বিপ্লব

আসন সংখ্যার সমান অর্থাৎ শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ সোমবার দুপুরে  বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মহাপরিচালক জানান, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করা হবে।

টিকিট বিক্রিও হবে শতভাগ। ট্রেনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত   

এই রকম আরও টপিক