বিশ্বব্যাপী তাণ্ডব চালানো ভাইরাস করোনায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৭ শতাংশ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ২৯ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮ হাজার ৩৪৫ জন; শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ।
news24bd.tv তৌহিদ