ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় একজনও নতুন রোগী দেশের কোনো হাসপাতালে ভর্তি হয়নি। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা মাত্র দুইজন। দুইজনই ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন।
অন্যদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।