ভারতে পাখিদের জন্য আড়াই লাখেরও বেশি বাসা তৈরী করে বিপ্লব ঘটিয়েছেন রাখেশ খাত্রি নামের এক ব্যাক্তি। পেশায় আলোকচিত্রী। আর বিশ্বের কাছে এখন তিনি পরিচিত ‘নেস্টম্যান’ হিসেবে।
শৈশব থেকেই পাখি ভালোবাসেন দিল্লির অশোক বিহারের এই বাসিন্দা।
আরও পড়ুন:
ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত
লিমকা বুকে রাকেশের কিছু রেকর্ড নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে হাতে তৈরি পাখির বাসা এবং এ বিষয়ে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। ২০১৯ সালে তাকে গ্রিন অ্যাপেল অ্যাওয়ার্ড দিয়েছিলো ব্রিটিশ হাউজ অব কমন্স। এছাড়া পাখির সুরক্ষা ও নানামুখী উদ্যোগে পুরস্কার পেয়েছেন এই নেস্টম্যান।
news24bd.tv/এমি-জান্নাত