নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রেজুয়ান (১৭) ও ফরহাদ (১৮) নামের দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।
আজ বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজুয়ান, সাপাহার উপজেলার পিছলডাঙ্গা গ্ৰামের মিলন হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে পত্নীতলা থেকে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিল। এসময় পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা স্থানে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজুয়ান ও ফরহাদকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্ দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।