চলতি বছরে নতুন কোনো মডেলের বৈদ্যুতিক গাড়ি (ইভি) উন্মোচন করছে না টেসলা। চলমান সরবরাহ সংকট মোকাবেলা করে পুরনো মডেলের গাড়ি বিক্রি অব্যাহত রাখবে ইলোন মাস্কের এই কোম্পানিটি।
এমন খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। সম্প্রতি টেলসা কর্তৃপক্ষ জানায়, একদিনের ব্যবধানেই ১০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে কোম্পানিটি।
আরও পড়ুন:
ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত
নিয়ু জানায়, ২০২২ সালে তারা তিনটি মডেলের ইভি উন্মোচন করছে। এদিকে এক্সপেং ও লি অটো বলছে, তারা নতুন মডেলের ‘‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকল’’ পরিকল্পনা করছে। অথচ ইভি সেগমেন্টে এত দিন একক আধিপত্য ছিল টেসলার। বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারটি লক্ষ্য করে সেখানে কারখানা স্থাপন করেছে ইলোন মাস্ক নের্তৃত্বাধীন কোম্পানিটি।
news24bd.tv/এমি-জান্নাত