আফগানিস্তানে মানবিক বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান।
বৃহস্পতিবার ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীন সফরে যান ইমরান খান। এই সফরেই রোববার দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।
আরও পড়ুন:
ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা।
বৈঠক-পরবর্তী একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চীন এবং পাকিস্তান আফগানিস্তানের আর্থিক সম্পদের হিমায়িতকরণসহ আফগানিস্তানকে বর্ধিত সহায়তা এবং সমর্থন প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
news24bd.tv/এমি-জান্নাত