দেশের যেসব এলাকায় বইছে মৃদু শৈত্য প্রবাহ

ফাইল ছবি

দেশের যেসব এলাকায় বইছে মৃদু শৈত্য প্রবাহ

অনলাইন ডেস্ক

রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ জলো ও সীতাকুন্ডু উপজেলাসহ রংপুর বভিাগরে উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তবে কমে আসতে পারে শৈত্যপ্রবাহের এলাকা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরেেনর কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন:


যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত, বিক্ষোভে হাজারো মানুষ


আজ মঙ্গলবার সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ৫টা ৪৯ মিনিটে।  

news24bd.tv রিমু