বলিভিয়ায় কার্নিভাল উৎসব উদযাপন, অংশগ্রহণে লাগবে টিকা সনদ

সংগৃহীত ছবি

বলিভিয়ায় কার্নিভাল উৎসব উদযাপন, অংশগ্রহণে লাগবে টিকা সনদ

চন্দ্রানী চন্দ্রা

করোনভাইরাস প্রকোপ কমে আসায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় আয়োজন করা হয়েছে কার্নিভালের। তবে এতে অংশগ্রহণ করতে হলে বাধ্যতামূলকভাবে থাকতে হবে টিকা নেয়ার সনদ।

সঙ্গীত এবং নাচ, রঙ বেরঙের মুখোশে সেজেছে বলিভিয়ার লা পাজের রাস্তা। করোনা নিয়ন্ত্রণে আসায় চলতি বছর আয়োজন করা হয় জমকালো কার্নিভালের।

তবে কার্নিভালের অংশগ্রহণকারীদের টিকা নেয়ার প্রমাণ রাখতে এবং ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব এবং মুখোশ পরার অনুরোধ করা হয়।

কার্নিভালে আসা একজন বলেন, আমি পুনরুজ্জীবিত কার্নিভাল উদযাপন করতে পেরে খুব খুশি। এছাড়া আমার টিকা দেওয়ার প্রমাণ আছে। কার্নিভাল দীর্ঘজীবী হোক।

ব্রাজিলের রিও-এর বিখ্যাত, জমকালো কার্নিভালের তুলনায় অনেক ছোট হলেও, বলিভিয়ার উৎসবগুলি রঙ, নৃত্য এবং সঙ্গীতে ছিলো পরিপূর্ণ। এসময় হাজার হাজার পর্যটককে আকৃষ্ট করে আদিবাসী ঐতিহ্য এবং ঔপনিবেশিক ক্যাথলিক ধর্মের অনন্য সংমিশ্রণ দেখতে।  

আরও পড়ুন:


বিশ্বে ২৪ ঘণ্টায় কমেছে করোনায় শনাক্ত, বেড়েছে মৃত্যু

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৫


এদিকে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ফ্ল্যাগশিপ সেন্ট প্যাট্রিক ডে প্যারেড আয়োজন করা হয়েছে। ইউরোপের সবচেয়ে কঠিন লকডাউনে ক্ষতিগ্রস্ত দেশটির পর্যটন খাত নতুন করে শুরু করার আশায়।  

সূত্র: রয়টার্স

news24bd.tv রিমু