হিজাব নিষিদ্ধ, কর্ণাটকে ৩ দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

সংগৃহীত ছবি

হিজাব নিষিদ্ধ, কর্ণাটকে ৩ দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

হিজাব পড়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার জেরে ভারতের কর্ণাটকে তিনদিনের জন্য সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এক টুইটবার্তায় গতকাল মঙ্গলবার রাজ্যটির মুখ্যমন্ত্রী বাসাভরাস এস বোমাই জানিয়েছেন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় এ নির্দেশ দিয়েছেন তিনি।

হিজাব পড়ার বিধিনিষেধের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে উদুপির একটি সরকারি কলেজের পাঁচ নারীর দায়ের করা আবেদনের শুনানি চলছে। আজ বুধবারও এ বিষয়ে শুননি চলবে আদালতে।

এদিকে, আদালতের পক্ষ থেকেও শিক্ষার্থী এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন:


বিশ্বে ২৪ ঘণ্টায় কমেছে করোনায় শনাক্ত, বেড়েছে মৃত্যু

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৫


উল্লেখ্য, হিজাব পরায় ৬ শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি। এমন অভিযোগে গেল মাসে হিজাব পরার বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন উদুপির সরকারি গার্লস পিইউ কলেজের শিক্ষার্থীরা।  এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সড়কে নেমে আসে বোরকা পড়া মুসলিম নারী, শিক্ষার্থীসহ শত শত বিক্ষোভকারী।

এর মধ্যে হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অবস্থান নিয়ে অনেক শিক্ষার্থী আন্দোলন শুরু করায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠে। চলতি সপ্তাহে মুসলিম শিক্ষার্থীদের পক্ষে গেরুয়া ওড়না পরে বিক্ষোভ করেছে হিন্দু শিক্ষার্থীদের একটি অংশ।

news24bd.tv রিমু