এবার দেখা মিললো পাঁচ ‘পা’ ওয়ালা বাছুরের!

সংগৃহীত ছবি

এবার দেখা মিললো পাঁচ ‘পা’ ওয়ালা বাছুরের!

অনলাইন ডেস্ক

দেশেই দেখা মিললো ৫ পা বিশিষ্ট একটি বাছুরের। গাইবান্ধার পলাশবাড়ির মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের কৃষক চিত্তরঞ্জন সরকারের একটি গাভী দুই মাস আগে এ বাছুরটির জন্ম দেয়। জন্মের পর গত দুমাস ধরে স্বাভাবিকভাবে বেঁচে আছে বাছুরটি। দেহে চার পা ছাড়াও আরেকটি পা বের হয়ে পাঁচ পা ওয়ালা বাছুরে পরিনত হয়েছে।

অদ্ভুত এই বাছুরটিকে দেখতে আসছেন অনেকেই।

সরেজমিনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের কৃষক চিত্তরঞ্জন সরকারের বাড়িতে গিয়ে দেখা যায় তার গোয়াল ঘরের বাইরের বাছুরটি বেঁধে রাখা হয়েছে। বাছুরটির চারটি পা স্বাভাবিক থাকলেও পিঠের অংশের গজের ভিতর থেকে আরেকটি পা বের হয়েছে। এখনও পর্যন্ত গরুটি স্বাভাবিক আছে।

সুস্থ গরুর মত খাবার গ্রহণ করছে। বাছুরটির বর্তমানে শারিরিক কোন জটিলতা এখনও দেখা যায়নি।

গাভীর মালিক চিত্তরঞ্জন সরকার জানান, গত দুই মাস আগে একটি গাভী সাদা রংয়ের বাছুরটির জন্ম দেয়। বাছুরটি জন্মের পর শারীরিক অঙ্গ-প্রতঙ্গ স্বাভাবিক দেখা গেলেও পিঠের ওপর দিয়ে অতিরিক্ত একটি পা দেখা যায়। এমন বাছুরের জন্মের ঘটনা তার এটাই প্রথম দেখা।

পশু চিকিৎসকরা জানিয়েছেন, বাছুরটি বড় হলে পায়ের আকার বৃদ্ধির কারনে চলাফেরায় কিছুটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অস্ত্রোপাচারের মাধ্যমে পা টি কেটে ফেলা যেতে পারে।

এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকার জানান, জিনগত সমস্যা বা জন্মগত ত্রুটির কারনে এ ধরনের বাছুরের জন্ম হয়ে থাকে। যেহেতু গত দু মাসে বাছুরটির শারিরিক কোন জটিলতা হয়নি, সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হওয়ার কথা নয়।

news24bd.tv/আলী