রোবটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস (ভিডিও)

রোবটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস (ভিডিও)

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বকাপ ফুটবল শুধু রাশিয়ার মাঠেই গড়ায়নি, খেলা চলেছে কানাডার মন্ট্রিলেও। তবে সেই ফুটবল খেলেছে রোবটরা, যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে পর্তুগালের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের রোবটরা। শিরোপাও গেছে ডাচদের হাতেই।  

এর মধ্য দিয়ে মানুষের (ফিফা) বিশ্বকাপে অংশ নিতে না পারার আক্ষেপ যেন ডাচরা ঘোচাল রোবটের মাধ্যমে! 

দেশটির আইন্ডহোভেন বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স গবেষণা দল টেক ইউনাইটেড রোবট বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়।

তাদের দলে আছে ৫টি রোবট, আর কয়েক ডজন শিক্ষার্থী স্টাফ। স্ট্রাইকার রোবটের নাম তারা রেখেছে ‘রোবোদিনহো’।

রোবট ফুটবল খেলার মাঠটি ছিল ১৮ মিটার লম্বা আর ১২ মিটার চওড়া। রোবটগুলো প্রোগ্রামিং করে ম্যাচের শুরুতে ছেড়ে দেয়া হয়, কোনো প্রকার রিমোট কন্ট্রোল ব্যবহারের সুযোগ সেখানে ছিলো না।

 

খেলার পুরোটাই রোবট নির্মাণ আর প্রোগ্রাম তৈরির স্কিলের ওপর নির্ভর করে চলতে থাকে। রোবটিক্সে নিত্য-নতুন উদ্ভাবন আনার জন্যই এ বিশ্বকাপের আয়োজন করা হয়। এর আগের শিরোপাটি জিতেছিল চীন।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর