গ্রুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

গ্রুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

উড়ে গেল শঙ্কার মেঘ। ভক্তদের মুখে ফুটলো মধুর হাসি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে নাম লেখালো ব্রাজিল।  

মস্কোর ওটক্রিটিয়ে স্পার্তাক এরিনায় সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

এর মধ্য দিয়ে ‘ই’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ ষোলোতে উঠলো তারা। গ্রুপের অপর ম্যাচে কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ড্র করে রানার্স-আপ সুইজারল্যান্ড।

বুধবার দিবাগত রাতের ম্যাচটিতে ব্রাজিলের সমীকরণটা তুলনামূলক সহজই ছিল। ১ পয়েন্ট পেলেই নকআউটের টিকিট নিশ্চিত।

news24bd.tv

তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জয়ের ক্ষুধা নিয়েই মাঠে নেমেছিল। আর এদিন কোটি কোটি ভক্ত-সমর্থকের ক্ষুধা নিবারণের কাজটা করেছেন পাওলিনহো (৩৬ মিনিট) ও থিয়াগো সিলভা (৬৮ মিনিট)। তাদের নিখুঁত লক্ষ্যভেদে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে সেলেসাওরা। একই সঙ্গে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের সেরা হয়েছে তিতের শিষ্যরা।  

গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ঠিক হয়ে যাওয়ায় শেষ ষোলোতে ব্রাজিল মুখোমুখি হবে মেক্সিকোর। আর সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে লড়বে সুইডেনের বিপক্ষে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর