বিশ্ব সেরা হওয়ার পথে চেলসি

সংগৃহীত ছবি

ফিফা ক্লাব বিশ্বকাপ

বিশ্ব সেরা হওয়ার পথে চেলসি

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিনে চেলসি। ইংলিশ ক্লাবটি বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন। এবার ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল হিলালকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখল ইংলিশ ক্লাবটি। এবার দলটি ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলার প্রস্তুতি নিচ্ছে।

 

আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা রোমেলু লুকাকুর গোলে হারায় এশিয়ান চ্যাম্পিয়নদের। শনিবারের ফাইনালে চেলসির প্রতিপক্ষ গতবারের কোপা লিবারেতোস কাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস।  

চার দলের ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পালমেইরাস ২-০ গোলে হারায় আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরের আল আহলিকে। চেলসি আরেকবার ফাইনাল খেলেছিল।

২০১২ সারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী চেলসি সেবার ফাইনালে হেরেছিল ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে। ম্যাচের একমাত্র গোলটি হয় ৩২ মিনিটে। গোলটি হয় ভাগ্যক্রমে। বাঁ প্রান্ত থেকে কাই হার্ভাটজের ক্রস হেডে ক্লিয়ার করতে পারেননি আল হিলালের রক্ষণভাগের ইয়াসির আল শাহরানি। বল পেয়ে যান লুকাকু। ৬ গজ দূর থেকে ঠান্ডা মাথায় গোল করেন চেলসির বেলিজিয়াম স্ট্রাইকার। লুকাকু দ্বিতীয় মেয়াদে খেলছেন। ফেরার পর লুকাকুর এটা অষ্টম গোল। সেমিফাইনালের ডাগআউটে চেলসি দলীয় কোচ টমাস টুখেলকে পায়নি। ফাইনালেও তাকে পায়নি।

দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাতে চেলসি। এর আগে একবারই ফাইনালে খেলেছিল চেলসি। ২০১২ সালের আসরে আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ইংলিশ দলটির।  

news24bd.tv/আলী