মহামারি করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখনও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। আর তাই তো কম বেশি সব দেশেই চালু রয়েছে অনলাইন ক্লাস। অনলাইনের এই শিক্ষা পদ্ধতিতে মাঝে মধ্যেই খবরের শিরোনাম হচ্ছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাকে। এবার তেমনই খবরের শিরোনাম হলেন এক শিক্ষিকা ও তার ছাত্র!
অনলাইনে যথানিয়মে ক্লাস চলছিলো।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষিকা বলেন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো? তখন এক ছাত্র বলেন, ম্যাডাম আপনি কি বিবাহিত? শিক্ষিকা বলেন, না। তখন ছাত্র বলেন, আমি আপনাকে ভালোবাসি ম্যাম। শুনেই ম্যাডাম বলেন, আমিও তোমাদের সবাইকে ভালোবাসি।
এরপর ছাত্র বলেন, না ম্যাম, আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম? তখন শিক্ষিকা বলেন, না না। এ সময় পাশ থেকে হাসির শব্দ শোনা যায়। পরে শিক্ষিকা ওই ছাত্রকে মিউট করে দেন।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
news24bd.tv/আলী