মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০

ছবি: আল-জাজিরা

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০

অনলাইন ডেস্ক

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজার হাজার বাড়িঘর। বাস্তুচ্যুত হয়েছে আরও ৩০ হাজার মানুষ। খবর আল-জাজিরার।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় বাতসিরাই ছিল মাদাগাস্কারের দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধ্বংসাত্মক ঝড়।

এ ব্যাপারে রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ সংস্থা জানায়, দক্ষিণ-পূর্ব মাদাগাস্কারের একটি জেলা ইকংগোর একটি এলাকাতেই মৃত্যু হয়েছে  ৮৭ জানের। শুক্রবার পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।

জার্মান বেসরকারী সাহায্য সংস্থা ওয়েলথাঙ্গারহিলফ বলেছে, ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাতসিরাই থেকে ক্ষতিগ্রস্ত সব গ্রামে পৌঁছাতে আরও পাঁচ দিন সময় লাগতে পারে। এসব গ্রামের বাসিন্দারা এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে বেড়েছে মৃত্যু, কমেছে সংক্রমণ


এদিকে, জার্মানিসহ ফ্রান্স এবং অন্যান্য দেশের উদ্ধারকারী দল স্থানীয় প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রেখেছে।

news24bd.tv রিমু