নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নামের তালিকা দেওয়ার জন্য সার্চ কমিটির মেয়াদ ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই নির্বাচন কমিশন ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তবে এখানে আট দশ দিনের একটা গ্যাপ থাকতে পারে। ’
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে সংবিধানে বলা আছে, মহামান্য রাষ্ট্রপতি একটি নির্বাচন কমিশন গঠন করবে।
এক্ষেত্রে সার্চ কমিটি ১৫ কার্যদিবস সময় চেয়েছেন। এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটির আইন হচ্ছে ওনাদের সময় হচ্ছে ১৫ দিন। এই সময়ের মধ্যে তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে ১০ টি নাম পাঠাবেন। মহামান্য রাষ্ট্রপতি এর মধ্যে যে পাঁচজনকে নিয়ে কমিটি গঠন করবেন, তারও কোনো সুনির্দিষ্ট সময় আইনে নেই। ’
news24bd.tv/এমি-জান্নাত