লক্ষ্মীপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে ইসরাত জাহান মুমো নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের আদিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় আদিলপুর গ্রামের তিনা গাজী বাড়িতে (নিহত শিশুর নানার বাড়ি) মায়ের সাথে বেড়াতে আসেন শিশুটি। সকালে শিশুটি ও তার মা, মামী, নানীসহ বাড়ির উঠানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পাশে একটি করই গাছ কর্তন করছিলেন শ্রমিকরা। তারা গাছের ডাল পালা না কেটে সরাসরি গাছটি কাটতে গেলে মুমো মারা যায়, আরও ৪ জন আহত হয়।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত শিশুর বাবা মো. ইসমাইল জানান, আমার শিশুকে তারা হত্যা করেছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
এ ব্যাপারে শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল আলম জানান, ডাল পালা না কেটে গাছ কেটে দেওয়ায় গাছের নিচে চাপা পড়ে এক শিশু মারা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
news24bd.tv/ কামরুল