টিউলিপ ফুল দেখতে বিএনপি মহাসচিব তেঁতুলিয়ায়

টিউলিপ বাগানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

টিউলিপ ফুল দেখতে বিএনপি মহাসচিব তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি

শীতের দেশের ফুল টিউলিপ ফুটেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বাগান জুড়ে টিউলিপ ফুলের অপরুপ সৌন্দর্য দেখতে স্থানীয় মানুষজনসহ প্রচুর পর্যটক ভির করছেন। এবার সেই ফুল দেখতে ছুটে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে সপরিবারে তিনি টিউলিপ ফুল দেখতে তেঁতুলিয়ায় যান।

পরিবারের সদস্যদের নিয়ে দর্জিপাড়া সারিয়াল জোত গ্রামে গড়ে ওঠা ক্ষুদ্র চাষিদের টিউলিপ বাগান ঘুরে ঘুরে দেখেন। এরপর ইএসডিওর মহানন্দা কটেজে কিছুক্ষণ সময় কাটান। পরে বাংলাবান্ধা স্থল বন্দর ভ্রমণ করেন।

এ সময় তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রঞ্জু, যুবদল নেতা সামিউল করিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি রাজনৈতিক কোন কাজে তেঁতুলিয়ায় আসিনি। এটা আমার একান্তই পারিবারিক ভ্রমণ। এতদিন এখানকার টিউলিপ চাষের খবর শুনেছি, ছবি দেখেছি বিভিন্ন গণমাধ্যমে। এবার সশরীরে ফুলের এই সমারোহ দেখে সত্যিই আমি অভিভূত।

মির্জা ফখরুল আরো বলেন, তেঁতুলিয়ার ক্ষুদ্র চাষিরা শীতের দেশের টিউলিপ চাষ করছেন-এটা সত্যি গৌরবের ব্যাপার।  

উল্লেখ্য, বেসরকারী সংস্থা পিকেএসএফের অর্থায়নে ইএসডিও-র উদ্যোগে তেঁতুলিয়ার ক্ষুদ্র চাষিরা চাষ করছেন এই টিউলিপ ফুল।

news24bd.tv/এআর-কাবুল