খারাপ সিনেমা খারাপই হয় : কঙ্গনা

সংগৃহীত ছবি

খারাপ সিনেমা খারাপই হয় : কঙ্গনা

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের নতুন সিনেমা ‘গেহরাইয়া’ মুক্তির পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যদিও ছবির ট্রেলার মুগ্ধ করেছিলো নেটিজেনদের। একই সঙ্গে ট্রেলার প্রকাশের পর থেকেই ‘গেহরাইয়া’ সিনেমা নিয়ে বিতর্ক চলছে নেটপাড়ায়। এত কিছুর মধ্যে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এটি মুক্তি পায় আমাজন প্রাইমে।

‘গেহরাইয়া’ সিনেমার এর গল্পে পরকীয়া, প্রচুর অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। এতে দেখা যায়, দীপিকা বিবাহিত। তবে চাচাতো বোন অনন্যা পান্ডের হবু বর সিদ্ধান্তের সঙ্গে পরিচয় হওয়ার পর তার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করেন। এক পর্যায়ে পরকীয়ায় লিপ্ত হয়ে উদ্দাম যৌনতায় মেতে ওঠেন দীপিকা ও সিদ্ধান্ত।

‘গেহরাইয়া’নিয়ে সমালোচনার মধ্যে এবার ঘি ঢাললেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানৌত।

সম্প্রতি সিনেমাটি টাইটেল গান প্রকাশ পেয়েছে। এতে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে ‘পদ্মাবত’খ্যাত অভিনেত্রীকে। আর সেই রেশ ধরেই দীপিকার সিনেমাকে পরোক্ষভাবে ‘পর্নোগ্রাফি’র সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা।  

ইনস্টাগ্রাম স্টোরিতে মনোজ কুমার ও মালা সিনহার জনপ্রিয় গান ‘চাঁদ সি মেহবুবা হো মেরি’র এক ভিডিও ক্লিপিংস শেয়ার করে ওই গানকে উদ্দেশ্য করে একটি দীর্ঘ পোস্ট কঙ্গনা লেখেন, ‘শহুরে সিনেমা নামে বস্তাপচা জিনিস বিক্রি করবেন না। খারাপ সিনেমা খারাপ সিনেমাই হয়। দেহ প্রদর্শন অথবা পর্নোগ্রাফিই তাকে বাঁচাতে পারে না। এর মধ্যে কোনো গেহরাইয়া (গভীরতা) নেই। ’

এদিকে সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও। তিনি সবাইকে ‘গেহরাইয়া’ দেখতে আহ্বান জানিয়েছেন।

এক সাক্ষাত্কারে শ্রাবন্তী বলেন, ‘আমি সত্যিই খুব গর্বিত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে পেরে; যেখানে এই ধরণের মাস্টারপিস তৈরি হয়। উঠতি পরিচালক, অভিনেতারা সবাই এতো ট্যালেন্টেড। আমি বিশেষভাবে নাম নেব দীপিকা এবং শকুনের (পরিচালক শকুন বাত্রা), দুজনেই অনবদ্য কাজ করেছেন। এই ছবিটা সবার দেখা উচিত। ’

উল্লেখ্য, ‘গেহরাইয়া’র মাধ্যমে ওটিটিতে অভিষেক হলো দীপিকার। এতে সম্পর্ক, প্রেম থেকে বিয়ে, পরকীয়া জটিল মনস্তত্ত্বের গল্প বুনেছেন পরিচালক শকুন বাত্রা। দীপিকা ও সিদ্ধান্ত ছাড়া এতে আরো অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে।

news24bd.tv/আলী