হামলার আশঙ্কায় কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন দূতাবাস

সংগৃহীত ছবি

হামলার আশঙ্কায় কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক

ইউক্রেন সীমান্তে বিপুল সেনা সমাবেশ করেছে রাশিয়া। এমন পরিস্থিতিতে দেশটির রাজধানী কিয়েভ থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে। আপাতত ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভ শহরে দূতাবাসটি স্থাপন করা হবে। খবর এএফপির।

স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে দূতাবাস স্থানান্তরের বিষয়টি সাময়িক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, নাটকীয়ভাবে সামরিক শক্তি জোরদার করছে রাশিয়া। এসবের জেরে ইউক্রেনে মার্কিন দূতাবাসের কার্যক্রম কিয়েভ থেকে লিভ শহরে সাময়িকভাবে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া হামলা চালালে রুশ সেনাদের সঙ্গে মার্কিন সেনারা যুদ্ধে জড়াবে না। এমন পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত বছর থেকেই ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছে মস্কো। দেশটির তিন দিকে অবস্থান করছে রুশ সেনারা।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে ক্রেমলিন। পাল্টা জবাবে পূর্ব ইউরোপে সামরিক শক্তি জোরদার করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো।

news24bd.tv রিমু