দুই কৃষকের ‘গামছা’তে বাঁচলো ৮০০ প্রাণ!

সংগৃহীত ছবি

দুই কৃষকের ‘গামছা’তে বাঁচলো ৮০০ প্রাণ!

অনলাইন ডেস্ক

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে প্রায় ৮০০ যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে বনলতা এক্সপ্রেসের ট্রেনটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। কিন্তু সে সময়ে রেললাইনের একটি অংশ ভাঙ্গা ছিলো। যেটি সে সময়ে চোখে পড়ে সেখানকার স্থানীয় দুই কৃষকের। তারা আর বিলম্ব না করে তাদের সাথে থাকা নিজেদের গামছা রেললাইনে টাঙিয়ে দেন।

দূর থেকে লাল কাপড় দেখে ট্রেনটি থামিয়ে দেন চালক। আর এতেই জীবন রক্ষা পায় ৮০০ যাত্রীর।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে রেল লাইনের পাশ হেঁটে কাজে যাচ্ছিলেন কৃষক জিয়াউর রহমান ও হাবলু মিয়া।

ওই সময় লাইনের একটি ভাঙা অংশ তাদের চোখে পড়ে। কিন্তু সে সময়ে তারা দেখতে পান ট্রেনটি এই লাইনেই আসছে। তাৎক্ষণিকভাবে ওই দুই কৃষক নিজেদের গামছা রেল লাইনে টাঙিয়ে দেন। দূর থেকে লাল কাপড় দেখে ট্রেনটি থামিয়ে দেন চালক।

পরে রেলের প্রকৌশলী ও মিস্ত্রিরা ঘটনাস্থলে গিয়ে ভাঙা রেললাইন মেরামত করেন। প্রায় দেড় ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, রেলাইনের ফাটল ধরা ওই স্থানে স্টিলের স্লিপার ছিল। স্লিপার চুরি হয়ে যাওয়ায় সেখানে কাঠের স্লিপার লাগানো হয়। কিন্তু দুই স্লিপারের মধ্যে ফাঁক বেশি ছিল। এজন্য ট্রেন চলাচলের সময় চাপ লেগে লাইন ফেটে যায়। ফিসপ্লেট ও স্লিপার বসানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কৃষক জিয়াউর রহমান ও হাবলু মিয়ার এমন মহৎ কাজে তাদেরকে সাদুবাদ জানায় ট্রেনে থাকা যাত্রীরা।

news24bd.tv/আলী