কেন সবসময় সোনার গয়না পরতেন বাপ্পি লাহিড়ী

সংগৃহীত ছবি

কেন সবসময় সোনার গয়না পরতেন বাপ্পি লাহিড়ী

অনলাইন ডেস্ক

লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর ভারতীয় সংগীতাঙ্গনে আরও এক উজ্বল নক্ষত্র ঝরে পড়লেন। না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের আরেক খ্যাতনামা সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী।

নিজের গান দিয়ে মাতিয়ে রাখতেন সবাইকে। ‘ডিস্কো কিং’র খ্যাত এই সংগীতশিল্পীর গানের পাশাপাশি ফ্যাশনেও ছিলেন  জনপ্রিয়।

সোনার গয়না, রঙিন সানগ্লাসে সব সময় ভিন্নরূপে থাকতেন তিনি। বলিউডের ‘গোল্ডেন ম্যান’ নামেও ডাকা হতো তাকে।  

বাপ্পি লাহিড়ি বেশিরভাগ সময় প্রশ্নের মুখে পড়েছেন এই স্বর্ণপ্রীতি নিয়ে।

আরও পড়ুন :

অজু ভঙ্গের প্রধান ৭টি কারণ

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার এই স্বর্ণপ্রীতির অনুপ্রেরণা যুক্তরাষ্ট্রের রক সংগীতশিল্পী ও অভিনেতা এলভিস প্রিসলি।

বাপ্পি বলেন, ‘এলভিস প্রেসলি সোনার চেইন পরতেন। আমি তার বড় ভক্ত ছিলাম। তার গয়না পরা খুবই পছন্দ করতাম। তখন ভাবতাম, আমি প্রতিষ্ঠিত হলে নিজের একটা আলাদা ইমেজ তৈরি করব। সফলতা অর্জনের পর সোনা কেনার সামর্থ্য অর্জন করি, তখন একের পর এক গয়না কিনি।

সোনার গয়না পরা খুব সৌভাগ্যের বস্তু ছিল বলেও মনে করতেন বলে জানান বাপ্পি লাহিড়ী।

news24bd.tv/এমি-জান্নাত