যৌন সংসর্গের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক!

যৌন সংসর্গের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক!

অনলাইন ডেস্ক

যৌন সংসর্গের মাধ্যমে কোভিড ছড়ায় না। কিন্তু একজন অন্যজনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হবার আশঙ্কা থাকে। এ থেকে সম্প্রতি থাইল্যান্ড সরকার একাধিক বিধি নিষেধ জারি করেছে। মূলত এ বিধি নিষেধ আসে 'ভ্যালেন্টাইনস ডে' কে কেন্দ্র করে।

থাইল্যান্ড স্বাস্থ্য দফতরের পক্ষে দেয়া বিধি নিষেধে বলা হয়েছে, কোন দম্পত্তি বা জুটির ঘনিষ্ট হবার আগে বা যৌন সঙ্গমের আগে তাদের প্রত্যেককে কভিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। এটি এখন ঘরে বসেই করা সম্ভব। একটি কিটের মাধ্যমে প্রেগন্যান্সি টেস্টের মতো অ্যান্টিজেন টেস্ট করা যায়। এতে সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট।


বিধি নিষেধে আরো বলা হয়েছে, সঙ্গমের সময় মুখে পড়তে হবে মাস্কও। সঙ্গমের সময় কোনও জুটি যেন মাস্ক খুলে না ফেলেন সে বিষয়েও সতর্ক করা হয়েছে।  

এছাড়া চুম্বন এড়িয়ে যেতেও বলেছে। কেননা চুম্বনের মাধ্যমে বা লালার মাধ্যমে কভিড ছড়াতে পারে।

কিন্তু এই বিধি নিষেধ কতটুকু মানা হচ্ছে সে বিষয়ে এখনো তেমন কিছু জানা যায়নি।

সূত্রগুলো বলছে, এই নির্দেশনা ভ্যালেন্টইনস ডে উপলক্ষ্যে দেয়া হলেও বৃহত্তর স্বার্থে সব সময় এগুলো মেনে চলা উচিত; বিশেষ করে দম্পত্তিদের। কেননা এগুলো করোনা স্বাস্থ্যবিধিরই অংশ।

news24bd.tv/এআর-কাবুল