৪ দিন চাকরি ৩ দিন ছুটির আইন পাস!

ফাইল ছবি

বেলজিয়ামে নতুন আইন 

৪ দিন চাকরি ৩ দিন ছুটির আইন পাস!

অনলাইন ডেস্ক

কর্মীদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে অনেক বেসরকারি সংস্থা টানা চার দিন কাজ ও টানা তিন দিন ছুটির উদ্যেগ নিয়েছে। এমন একটি প্রতিষ্ঠান হলো বৈশ্বিক সাইবার সিকিউরিটি সংস্থা টিএসি সিকিউরিটি। এই প্রতিষ্ঠানের কর্মীরা চার দিন কাজ করেন আর তিন দিন ছুটি কাটান। এদিকে এবার সপ্তাহের ৭ দিনের মধ্যে চার দিন কাজ ও চার দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম সরকার।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নতুন শ্রম আইন ঘোষণা করে দেশটি। খবর ব্রাসেলস টাইমসের।

মূলত দেশটির শ্রম খাতকে তুলনামূলক সহজ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  

একই সাথে, এক সপ্তাহে বেশি কাজ করে, পরের সপ্তাহে কর্মদিবস আরও কমিয়ে নেয়ার সুযোগও পাবেন দেশটির জনগণ।

বিশেষ করে সন্তান লালন-পালনকারী বাবা-মা কিংবা অন্য ব্যক্তিগত প্রয়োজনেও এ সুযোগ মিলবে। মূলত বেলজিয়াম সরকার দেশটির কর্মক্ষম জনগণকে আরও বেশি কর্মঠ ও সৃজনশীলতায় আনার লক্ষ্যে এই পথে হাটছে।

উল্লেখ্য, ২০৩০ সাল নাগাদ কর্মসংস্থানের হার ৮০ শতাংশ করার লক্ষ্যে কাজ করছে বেলজিয়াম সরকার। এরই অংশ হিসাবে এই আইন পাশ বলে জানা গেছে।

news24bd.tv/আলী