ব্রাজিলের পেট্রোপলিস শহরে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৯৪ জনের মৃত্যু হয়েছে। আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
এএফপি’র খবরে বলা হয়, রাজধানী রিও ডি জেনেরিও-র উত্তরে পাহাড়ি এক পর্যটন শহরে মঙ্গলবার তিন ঘণ্টায় প্রায় একমাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়। এতে সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়, ভেসে যায় ঘরবাড়ি।
এখনো কমপক্ষে ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। কাদা এবং ধসে যাওয়া ঘরবাড়ির নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। আটকের পড়াদের অনেকেই দারিদ্র্যপীড়িত বস্তির বাসিন্দা।
গত তিন মাসের মধ্যে ব্রাজিলে ধারাবাহিক ঝড়-বৃষ্টির সর্বশেষ ঘটনা এটি।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রাদেশিক সরকার জানায়, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো টুইট করে মন্ত্রীদের অবিলম্বে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
news24bd.tv তৌহিদ