বরিশালগামী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এতে ১ শ্রমিক নিখোঁজ রয়েছেন।
মুন্সীগঞ্জের সীমানাসংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এসআই ইলিয়াস হোসেন জানান, বাল্কহেডে থাকা ছয়জন এ ঘটনায় নদীতে পড়ে যায়। পরে পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন মোতালেব (৫৫) নামে এক শ্রমিক। তাঁর বাড়ি ভোলায় বলে জানা গেছে।
লঞ্চটির মালিক রিয়াজুল কবিরের বরাতে পুলিশ জানান, রাতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
news24bd.tv তৌহিদ